আবাসনে অভিনব কায়দায় জুতো চুরি

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল সোমবার (১৫ নভেম্বর) দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানার অন্তর্গত একটি আবাসনে জুতো চুরি করতে গিয়ে ধরাপরে যায় এক ডেলিভারি বয়। এই ধরনের অভিনব চুরি আবাসনে ঠিক কবে হয়েছিল মনে করতে পারছে না কেউ। এমনকি কস্মিন কালেও শোনা যায় নি।
আবাসন সূত্রে জানা যায়,গতকাল সোমবার (১৫ নভেম্বর) এক ডেলিভারি বয় দুপুর নাগাদ সামগ্রী ডেলিভারি দিতে এসে চোখ যায় আবাসনের ৩৪টি টাওয়ারের ১৫০ফ্ল্যাটের জুতোর দিকে। ফ্ল্যাটের অভিমুখে সেল্ফের জুতোগুলির ওপর নজর যায়।
সব জুতোগুলি একত্রে জড়ো করে ডেলিভারির বস্তায় বেঁধে সন্ধা হতেই চম্পট দেবার চেষ্টা করলে আবাসনের নিরাপত্তারক্ষীরা হাতেনাতে পাকড়াও করে।শেষে পুলিশ এসে জুতোগুলি উদ্ধার করে নিরাপত্তারক্ষীর ঘরে জমাকরে।
আবাসিকেরা জানিয়েছেন জুতোগুলো সাধারণত বাইরের সেল্ফেই থাকে। কখনো এরকম অভিজ্ঞতা আমাদের হয়নি। বাইরে সবসময়ের জন্য নিরাপত্তারক্ষী থাকায় সাহস করে জুতোগুলো আমরা বাইরেই রাখি।অনেক দামি জুতো এক সাথে দেখে লোভ সামলাতে না পেরেই এই কাজ করেছে বলে জেরায় স্বীকার করেছে ওই ডেলিভারি বয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.