আবার সবুঝের ঝড় কলকাতা শহরে

বিশেষ (ভারত) প্রতিনিধি: কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের ফলাফল অবশেষে স্পষ্ট ৷ বাম, কংগ্রেস, বিজেপি সম্মিলিত ভাবে পেয়েছে সাতটি আসন৷ সেখানে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন তিনটি ওয়ার্ডে৷ ১৪১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর৷ ১৩৫ নম্বর ওয়ার্ড থেকেও জিতেছেন আর এক নির্দল প্রার্থী রুবিনা নাজ৷ আর ৪৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী আয়েশা কানিজ৷ ১৪৪ টা ওয়ার্ডের ১৩৪ টাতে জয়ী হয়েছে তৃণমূল৷
হয়েছিল রুবিনা নাজ ২০১০ সালে তৃণমূলেরই কাউন্সিলর ছিলেন৷ ২০১৫ সালে পরাজিত হন তিনি৷ তাঁর শ্বশুর শামসুজ্জামান আনসারিও কলকাতা পুরসভার মেয়র পারিষদ ছিলেন৷ এবারেও ১৩৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তিনি৷ িতনি যে তৃণমূলের পথেই পা বাড়িয়ে রয়েছেন, ভোটে জেতার পর তা স্পষ্ট করে দিয়েছেন রুবিনা৷
আর এক জয়ী নির্দল প্রার্থী ১৪১ নম্বর ওয়ার্ডের পূর্বাশা নস্করও তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলেন৷ টিকিট না পেয়ে নির্দল হয়ে ভোটে দাঁড়ান তিনি৷ ভোটে জয়ের পর পূর্বাশা বলেছেন, ‘তৃণমূলে যাওয়ারই ভাবনাচিন্তা করছি৷’ সূত্রের খবর, ৪৩ নম্বর ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থী আয়েশা কানিজও তৃণমূলেই যোগ দিতে চলেছেন৷
তিন নির্দল প্রার্থী যে তৃণমূলেই যোগ দিচ্ছেন তা স্পষ্ট করে দিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, ‘তিন জনের সঙ্গেই কথা হয়েছে৷ ওঁদের বলা হয়েছে দলে যোগ দেওয়ার জন্য আবেদন করতে৷ তার পর বিষয়টি ভেবে দেখা হবে৷’
তবে তিন অনামী নির্দল বাজিমাত করলেও যে দুই নির্দল প্রার্থীর দিকে সবার নজর ছিল সেই দু’ জন অবশ্য হতাশই করেছেন৷ ৬৮ নম্বর ওয়ার্ডে তনিমা চট্টোপাধ্যায় এবং ৭২ নম্বর ওয়ার্ড থেকে লড়াই করা সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন৷
এমিকে ২০১৫-রই যেন পুনরাবৃত্তি৷ এবারেও কলকাতা পুরসভা নির্বাচনে জয়ী হলেন তিন নির্দল প্রার্থী৷ ২০১৫-র মতোই তাঁরা এবারেও তৃণমূলের পথে (KMC Election Results 2021)৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.