আবার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় এবার নিয়ে টানা তিনবার শীর্ষ অবস্থানে রয়েছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। অন্যদিকে সবচেয়ে কম ব্যয়ের শহর নাইজেরিয়ার রাজধানী আবুজা।
ঢাকার অবস্থান গত বছরের তুলনায় ১৪ ধাপ বেড়ে ১৪০-এ উঠে এসেছে। গত বছর ঢাকার অবস্থান ছিল ১৫৪তম।
গত সোমবার মার্সার কস্ট অব লিভিং সার্ভে থেকে এসব তথ্য জানা গেছে। বিশ্বের ২২৬টি শহর নিয়ে এই জরিপ করা হয়েছে।
জরিপটিতে প্রতিটি শহরের পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালিসামগ্রী, বিনোদনসহ ২০০-এর বেশি সূচক বিবেচনা করা হয়েছে। এরপর বিভিন্ন শহরের মধ্যে জীবনযাত্রার ব্যয়ের মধ্যে তুলনামূলক হিসাব করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.