আবারো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলার কলেজ পর্যায়ে ২০২৩ সালের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন ইসলামপুর মো. আঃ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় জেলার ৭টি উপজেলার সবকটি কলেজের অধ্যক্ষের মধ্য থেকে বিভিন্ন বিষয়ে যাচাই-বাচাই করে বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে ইসলামপুরের এ প্রথিতযশা শিক্ষককে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মনোনীত করেন।
অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১২ সাল থেকে ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন। তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটির ইসলামপুর উপজেলার সভাপতিরও দায়িত্ব পালন করছেন। তিনি দুই কন্যার জনক।
অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস কলেজ পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলাল তাকে অভিনন্দন জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.