আবারও স্পিকার শিরীন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী

 

ঢাকা প্রতিনিধি: আজ বুধবার একাদশ জাতীয় সংসদে  আবারও স্পিকারের দায়িত্ব পেলেন ড. শিরীন শারমিন চৌধুরী। একইসঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে তার আগের সহকর্মী অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া পুনরায় নির্বাচিত হয়েছেন।

আজ  বিকেলে একাদশ সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শেষে তাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। প্রথমে স্পিকার ও পরে ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করানো হবে।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ২টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম প্রস্তাবকারী এবং সমর্থনকারী ঠিক করা হবে।

সরকারি দলের সভা শেষে স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম চূড়ান্তের বিষয় নিশ্চিত করেছেন সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি বলেছেন, স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দশম সংসদে যারা ছিলেন তারাই বহাল থাকছেন।

এর আগে স্পিকার হিসেবে একমাত্র শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর সমর্থন করেন প্রধান হুইপ নূর ই আলম চৌধুরী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.