আবারও শীর্ষ স্থান হারাল রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকোর সহজ জয়

বিটিসি স্পোর্টস ডেস্কসুপার লিগ ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠেনি ইউরোপিয়ান ফুটবল। পক্ষে বিপক্ষে নানা মত দিয়ে যাচ্ছেন দায়িত্বে থাকা কর্তারা। তবে এত বিতর্কের মধ্যেও মাঠের ফুটবল থেমে নেই।
লা লিগার শিরোপা রেস দিন দিন জমে উঠছে। শিরোপা জয়ের সম্ভাবনা আছে চার দলের। আগের রাতে বেনজেমা ম্যাজিকে জয় নিয়ে শীর্ষে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বীদের এক নম্বর জায়গাটা পুনরুদ্ধারের লক্ষ্যে হুয়েস্কার মুখোমুখি অ্যাতলেটিকো।

ওয়ান্ডা মেট্রোপলিটানোতে গোলের প্রথম সুযোগ এসেছিল রেলিগেশন অঞ্চলে থাকা হুয়েস্কার। ৩ মিনিটে ডিফেন্ডার সিওভাসের শট গোললাইনের ভেতর থেকে আটকে দেন ওবলাক।

পাল্টা জবাব দিয়েছে অ্যাতলেটিকো। ১০ মিনিটে কারসকো-কোকে দু’জনের শট রুখে দেন হুয়েস্কা গোলরক্ষক আলভারো ফার্নান্দেজ।

গোলের জন্য রোজিব্ল্যাঙ্কোদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। ৩৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আনহেল কোরেয়া।

বিরতি থেকে ফিরে আরও আগ্রাসী দিয়েগো সিমিওনের দল। ব্যবধান বাড়াতে হয়ে যায় মরিয়া। ৪৮ থেকে ৫৮ মিনিটের মধ্যে তিনটি আক্রমণ করলেও, সেগুলো পূর্ণতা পায়নি।

কোচকে নির্ভার করেন ইয়ানিক কারাসকো। ৮০ মিনিটে মার্কোস ইয়োরেন্তের অ্যাসিস্টে ব্যবধান ২-০ করেন এই বেলজিয়ান। হুয়েস্কা আফসাইডের আবেদন করলেও, ভিএআরে গোল নিশ্চিত হয় অ্যাতলেটিকোর। ফেলিক্স-সুয়ারেজদের ছাড়া আরও একটা জয় তুলে নেয় অ্যাতলেটিকো মাদ্রিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.