আবারও লোকালয়ে সুন্দরবনের হরিণ

বাগেরহাট প্রতিনিধি: লোকালয়ে চলে আসা সুন্দরবনের একটি হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। এর আগে গত ১৩ সেপ্টেম্বর বনের ঘাগড়ামারি থেকে বাঘের তাড়া খেয়ে লোকালয় আসা আরও একটি মায়াবী হরিণ উদ্ধার করেছিল বনরক্ষীরা।
আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের একটি বাড়ির পিছন থেকে হরিণটিকে উদ্ধার করা হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসও (স্টেশন কর্মকর্তা) মোঃ ওবায়দুর রহমান বিটিসি নিউজকে বলেন, আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উদ্ধার হওয়া হরিণটি ঘেরা দেওয়া নেট জালে আটকা পড়ে। এতে বেঁধে যাওয়ার স্থানে সামান্য কিছুটা ক্ষতের চিহ্ন দেখা যায়। পূর্ব অভিজ্ঞতার আলোকে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সে দুর্বল হওয়াতে স্যালাইন গ্যাসেট ট্যাবলেট খাওয়ানো হলে প্রায় দুই ঘণ্টা পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়।
পরে মায়া হরিণটিকে সুন্দরবনে পুনরায় অবমুক্ত করা হয়। হরিণটির ওজন ১০ থেকে ১৫ কেজি হবে বলেও জানান তিনি।
উদ্ধার কাজে অংশ নেন বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, বন বিভাগ প্রতিনিধি মিজানুর রহমান ও ওহিবুল ইসলাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.