আবারও রাখাইনে সেনা অভিযান
বিটিসি নিউজ ডেস্ক: গতকাল বৃহস্পতিবার উত্তরাঞ্চলের পিউ মা ক্রিক এলাকায় স্থানীয় দুই বৌদ্ধের মরদেহ উদ্ধারের পর রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী। ।
মিয়ানমারের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর রাখাইনের উত্তরাঞ্চলে মাছ ধরতে গেলে হামলার শিকার হন চারজন। পরে, সেখান থেকে দুজনের গলাকাটা মরদেহ উদ্ধার হয়। এরপরই শুরু হয় সেনা অভিযান।
সেনা কর্মকর্তাদের দাবি, ওই এলাকায় সন্ত্রাসীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। গত বছর এ অঞ্চলেই রোহিঙ্গা নির্মূল অভিযান চালায় মিয়ানমার সরকার। জাতিগত নিধনের মুখে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন প্রায় এগারো লাখ রোহিঙ্গা।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.