বিটিসি স্পোর্টস ডেস্ক: তিন বছরের ব্যবধানে আবারও ফিফার নিষেধাজ্ঞার হুমকির মুখে পড়েছে ভারতীয় ফুটবল।দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) সংবিধান সংশোধনের জন্য দীর্ঘদিন ধরে নির্দেশ দিয়ে আসছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। কিন্তু সেই নির্দেশ অমান্য করায় এবার কড়া সতর্কবার্তা পাঠিয়েছে দুই সংস্থা।
ফিফা ও এএফসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ অক্টোবরের মধ্যে সংবিধান সংশোধন করে ভারতের সুপ্রিম কোর্টের অনুমোদন নিতে হবে এআইএফএফকে। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে ভারতীয় ফুটবল আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়বে।
এর আগে, ২০২২ সালের ১৬ আগস্ট ফিফার সিদ্ধান্তে নিষিদ্ধ হয়েছিল এআইএফএফ। তবে পরবর্তীতে আদালতের হস্তক্ষেপ ও সাংগঠনিক পরিবর্তনের আশ্বাসের ভিত্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
কিন্তু পুনরায় একই জটিলতায় পড়ায় ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.