আবারও ধোনির হাতে অধিনায়কত্ব তুলে দিলো চেন্নাই

বিটিসি স্পোর্টস ডেস্ক: আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে দলটি টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দলে পরিণত হয়েছে। জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা।
এছাড়া পাঁচবার রানার্সআপ, দুই বার প্লে-অফ এবং একবার সপ্তম স্থান। আর বাকি দুই আসরে টুর্নামেন্টে নিষিদ্ধ ছিল ফ্রাঞ্জাইজিটি।
২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে ভারত জাতীয় দলের জার্সি গায়ে আর দেখা যায়নি ধোনিকে। পরের বছর ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দিয়ে দেন। তবে নিয়মিত খেলে যাচ্ছেন আইপিএল। কিন্তু চলমান ১৫তম আসর শুরুর ঠিক আগ মুহূর্তে চেন্নাইয়ের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান।
নতুন অধিনায়ক করা হয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। কিন্তু জাদেজার অধীনে এবার পয়েন্ট টেবিলের তলানির দিকে চেন্নাই সুপার কিংস। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ২ জয়ে চার পয়েন্ট নিয়ে তাদের অবস্থান নবম। এমন অবস্থায় আবারও ধোনির হাতে নেতৃত্বের গুরুদায়িত্ব তুলে দিয়েছে ফ্রাঞ্জাইজি কর্তৃপক্ষ।
শনিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে তারা। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.