আবারও দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়ার

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আবারও দু’টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে এগুলো উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য জানায়। খবর বিবিসি

জানা যায়, উত্তর কোরিয়া আজ বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৬ মিনিট ও ৫টা ২৭ মিনিটে ওনস্যান বন্দরের কালমা এলাকা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

দু’টি ক্ষেপণাস্ত্রই ৩০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে অবতরণ করে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কেয়ং-ডু বলেন, আজকের ক্ষেপণাস্ত্র এর আগেরগুলোর চেয়ে ভিন্ন মডেলের।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ পরীক্ষার ফলে জাপানের নিরাপত্তায় কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।

গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র দুটি পরীক্ষার পর উত্তর কোরিয়া জানায়, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যৌথ সামরিক মহড়া চালানোর যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে এটি একটি ‘আনুষ্ঠানিক সতর্কবার্তা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.