আবারও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দুই পরিবর্তন

বিটিসি স্পোর্টস ডেস্ক: আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা ২-০তে সিরিজ নিশ্চিতে জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে, একাদশে এনেছে দুই পরিবর্তন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিনও টসে হেরেছেন টাইগার অধিনায়ক নুরুল হাসান সোহান। এদিনও টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার জন্য একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
আজকের ম্যাচে বাদ পড়েছেন দুই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে একাদশে এসেছেন এবাদত হোসাইন ও তাসকিন আহমেদ। তবে ব্যাট হাতে ব্যর্থ হওয়া সত্ত্বেও আরেকটি সুযোগ পাচ্ছেন সাব্বির রহমান। তাইতো, সাইড বেঞ্চেই থাকতে হচ্ছে আলোচিত নাজমুল হোসাইন শান্ত ও সোম্য সরকারকে।
এদিকে আরব আমিরাত দলেও এসেছে একটি পরিবর্তন এনেছে।
আরব আমিরাতের একাদশ: মোহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, রিজওয়ান (অধিনায়ক), ভৃত্য অরবিন্দ, বাসিল হামিদ, সাবির আলী, কার্তিক মিয়াপ্পান, আরিয়ান লাকরা, জহুর খান, জাওয়ার ফরিদ ও আয়ান খান।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসাইন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসাইন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.