নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করতে বাংলাদেশের জাতীয় বেইমান আওয়ামীলীগ ও জাতীয় মোনাফেক জামায়াতে ইসলাম এক হয়ে দেশে অরাজকতা ও অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মোনাফেকরা একবার বলছে পিআর পদ্ধতি ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। এখন আবার বলছে সংস্কার বিষয়টি এখনি পাশ করতে হবে, না হলে নির্বাচন হতে দেয়া হবেনা।
সোমবার বিকেলে পবার হুজরীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে গণসচেতনাতা মূলক প্রচারণা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রে নির্বাচনী প্রস্তুতি গ্রহনের লক্ষে কর্মী সভায় প্রধান বিএনপি জতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।
তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকার জনগণের মৌলিক অধিকার ও মৌলিক চাহিদা সম্পুর্নভাবে হরণ করেছিলো। তারা জণগণকে জিম্মি করে দেশে একতরফা সব করতো। কিন্তু ৫আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে খুনি হাসিনা ভারতে পালিয়ে গেছে। এরপর থেকে দেশে অন্তবর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। এই সরকারের কাজ হচ্ছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে বিদায় নেয়া। কিন্তু তিনি কিছু দলের কথায় সংস্কার সংস্কার করে এতদিন পিছিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মিলন বলেন, সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। বিএনপি সংস্কারের মধ্যে দিয়ে জন্ম নিয়েছে। সেইসাথে বিএনপির প্রতিষ্ঠা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার করেছিলো বলে সে সময়ে বাকশাল থেকে দেশ গণতন্ত্রে ফিরে এসেছিলো। জামায়াতে ইসলাম বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিলো। শুধু তাইনয় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো বলেই আওয়ামীলীগ আবার রাজনীতি করার সুযোগ পেয়েছিলো। সেইসাথে খুনি হাসিনা দেশে আসার সুযোগ পেয়েছিলো বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। এই দলকে নিয়ে ষড়যন্ত্র করে লাভবান হতে পারেনি। আওয়ামীলীগও বিএনপি দমিয়ে রাখতে পারেনি। বিএনপি সর্বদা মাঠে ছিলো এবং স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের জন্য আন্দোলন করেছে। জামায়াত যদি বেশি বাড়াবাড়ি করে তাকে ছেড়ে কথা বলা হবেনা বলে হুঁশিংয়ারী দেন তিনি। পতিত সরকার কুইক রেন্টাল এবং মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। কিন্তু বিগত সময়ে বিএনপি চারবার নির্বাচিত হয়ে দেশের সেবা করার সুযোগ পেয়েছে। সে সময়ে দেশের অবস্থা এত লাজুক হয়নি বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন,বেগম খালেদা জিয়ার আমলে দেশে প্রচুর সংস্কার হয়েছে। তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার পরিবর্তন করে প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রতিষ্ঠা করেন। শুধু তাইনয় তিনি মুক্তিযোদ্ধা ভাতা, নারী শিক্ষা অবৈতনিক, নারীর ক্ষমতায়নে চাকরীতে নারী কোটা ব্যবস্থা করেছিলেন। এছাড়াও তিনি বয়স্ক, বিধবা ভাতা তিনি চালু করেন। এসব বিষয়গুলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ জনগণকে আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, জামায়াত বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের নিকট বেহেস্তের টিকি বিক্রি করছে(না-উযুবিল্লাহ)। এই সকল ঠক ও প্রতারক চক্রের কবল থেকে জনগণকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, একটু আগে বিএনপি’র নমুনেশন চুড়ান্ত হয়েছে। সেখানে পবা-মোহনপুরের জনগণকে সেবা করার লক্ষে তাঁকে নমুনেশন দিয়েছে বিএনপি। এজন্য তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও নীতি নির্ধারণী সকলকে ধন্যবাদ জানান। সেইসাথে পবা-মোহনবাসীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, পবা-মোহনপুরবাসী তাঁরসাথে ছিলো বলেই আজকে তিনি নমুনেশন পেয়েছেন। তাদের ভালবাসা দেখে নীতি নির্ধারণীরা তাঁর হাতে ধানের শীষ তুলে দিয়েছে। এই ধানের শীষের মর্যাদা রাখতে তাঁকে বিজয়ী করার অনুরোধ করেন তিনি। তিনি বিজয়ী হলে পবা-মোহনপুরের রাস্তাঘাট,স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সকল কিছুর উন্নয়নে নিজেকে ব্যস্ত রাখবেন। সেইসাথে পবা-মোহনপুরবাসীর জন্য তাঁর জীবনও বিসর্জন দিতে পিছুপা হবেন না বলে প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও নওহাাট পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, সদস্য গোলাম মোজাহিদ, সেলিম উদ্দিন, ২নং হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ত শিহাব উদ্দিন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব আজিজুল হক ভূঁইয়া, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার আলাউদ্দিন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান জাইদুর রহমান, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এড. তারেক হোসেন, পবা উপজেলা যবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেব জাদা, পবা উপজেলা যুবদলের সদস্য রবিউল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ৫নংওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেন, সদস্য সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ ও হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি নেত্রী মাখলেমা সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সমর্থকগণ উপস্থিত ছিলেন। #















