আবারও গৃহবন্দি মেহবুবা মুফতি!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আবারও গৃহবন্দি করা হয়েছে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। তিনি নিজেই এই দাবি করেছেন। গত মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় মেহবুবা মুফতি বলেন, দক্ষিণ কাশ্মীরের কুলগামে যেতে চেয়েছিলেন তিনি। তাই তাকে গৃহবন্দি করা হয়েছে। জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক নয়। তাই এই পদক্ষেপ নিয়েছে তারা।
টুইটারে মুফতি বলেন, আফগানদের অধিকার নিয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু কাশ্মীরিদের অধিকার কেড়ে নিচ্ছে। কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয়, এই যুক্তিতে আজ আমাকে গৃহবন্দি করা হয়েছে।
যদিও স্থানীয় পুলিশ কর্মকর্তারা সংবাদমাধ্যমকে বলেছেন, মেহবুবা মুফতির মঙ্গলবারে কুলগাম সফরে যাওয়ার কথা ছিল। নিরাপত্তার খাতিরে প্রশাসন তাকে সেখানে যেতে নিষেধ করে। তাকে নতুন করে গৃহবন্দি করা হয়নি।
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সময়ে অন্য নেতা-নেত্রীদের সঙ্গে গৃহবন্দি ছিলেন মেহবুবা মুফতিও। তার পরেও কয়েক বার তাকে গৃহবন্দি করা হয়েছে বলে দাবি করেছেন পিডিপি নেত্রী। খবর আনন্দবাজার পত্রিকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.