আবারও করোনাগ্রাফ উর্দ্ধমুখি

কলকাতা (ভারত) প্রতিনিধি: আবারও করোনা মাথা চাড়া দিয়ে উঠছে। দেশে দৈনিক সংক্রমণ অনেকটাই বেড়ে প্রায় তিন হাজারের কাছাকাছি। এরমধ্যে দিল্লি কেরলে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে।
কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী সহ অনেকেই দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন,অবাধে কোনরকমের বিধিনিষেধ না মেনে চলাফেরাই বিপদ ডেকে আনছে।
সেই সাথে বিশেষজ্ঞদের সতর্কবাণী সাবধানে বিধিনিষেধ মেনে না চললে বড় বিপদ ডেকে আনতে পারে। বিশেষত যাঁরা ইতিমধ্যেই হৃদরোগ সহ অন্যান্য অসুখে আক্রান্ত তাঁদের করোনা সাংঘাতিক রকমের কাবু করতে পারে।
প্রসঙ্গত বলিউড গায়ক কৃষ্ণ কুমারের আকস্মিক মৃত্যু হৃদরোগে হলেও আগেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন বলে সূত্রের খবর।
পাশাপাশি মাঙ্কি পক্সেও ইউরোপের দেশগুলোতে গোষ্ঠি সংক্রমণের প্রভাব দেখা দিচ্ছে। এ নিয়েও হু বলেছে যেকোন সময়ে তা বিশ্বের অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে পরতে পারে।
বাঁদর এবং কাঠবিড়ালি যাতীয় পশু এর বাহক বলে গবেষকেরা প্রাথমিক ভাবে জানিয়েছেন।
চীনের কিছু শহর,উত্তর কোরিয়া সহ কয়েকটি দেশে একাধিক বিধিনিষেধ সহ কড়াকড়ি চলছে। আন্তর্জাতিক ডাক পরিবহন ও  বিমান পরিষেবা বন্ধ আছে। খুব জরুরি প্রয়োজনে বিমান পরিষেবা চালু আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.