আবারও ইসরায়েলি কার্গো জাহাজে হামলা

(আবারও ইসরায়েলি কার্গো জাহাজে হামলা–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (০৩ জুলাই) ইসরায়েলি পতাকাবাহী ওই কার্গো জাহাজে ‘অজ্ঞাত অস্ত্র’ দিয়ে হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় জাহাজের কোনো ক্রু আহত হননি।
হামলা করায় কার্গো জাহাজটিতে আগুন ধরে যায়। হামলার শিকার কার্গো জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল।নির্ভরযোগ্য অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। তবে এখনো কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও তেল আবিব দাবি করেছে, এটিতে ইসরাইলি কোনো ক্রু নেই। ওদিকে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেল জানিয়েছেন, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরায়েলি জাহাজ হামলার শিকার হয়। একের পর এক জাহাজে হামলার ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বলে জানা গেছে। (সূত্র: আল-মায়াদিন টেলিভিশন/ ইসরাইলি গণমাধ্যম ১২ নম্বর টিভি/ রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.