আবরার হত্যার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
জাবি প্রতিনিধি: আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হতে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করে। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে শিক্ষার্থীরা অবিলম্বে আবরারের হত্যাকারীদের ফাঁসি নিশ্চিতের দাবি জানান। না হলে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে দেশব্যাপী দূর্বার আন্দোলন গড়ে তুলবেন বলে হুশিয়ারি দেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী জয়নাল আবেদিন শিশির বলেন, ‘দেশপ্রেমের কারনে আবরারকে হত্যা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এভাবে আমাদেরও মরতে হতে পারে। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেশকে রক্ষায় ছাত্রসমাজ সংগ্রাম চালিয়ে যাবে। আবরার হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের সমাবেশ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান সেখানে গিয়ে শিক্ষার্থীদেরকে সড়ক থেকে সড়ে আসার আহ্বান জানান। শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে দুপুর দেড়টার দিকে মহাসড়ক থেকে সড়ে আসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জাবি প্রতিনিধি মো. ফারুক হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.