আবরার হত্যার খুনিদের শাস্তির দাবীতে নাটোরে সনাকের মানববন্ধন

নাটোর প্রতিনিধি:  বুয়েট ছাত্র আবরার ফাহাদের খুনিদের শাস্তির দাবীতে নাটোরে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সচেতন নাগরিক কমিটি (সনাক) প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নাটোর সনাকের সভাপতি রনেন রায়, সহ-সভাপতি বেগম হামিদা বানু ও সৈয়দ মুহম্মদ নাসিহ। এসময় বক্তারা হত্যকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে দ্রুত চার্জশীট দিয়ে কঠোর শাস্তির দাবী জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.