আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি, নতুন আইজিপি ময়নুল ইসলাম

ঢাকা প্রতিনিধি: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে তাকে অব্যাহতি দেওয়া হয়। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশের মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথের সই রয়েছে।
অন্যদিকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ময়নুল ইসলামকে। উপসচিব মাহাবুর রহমান শেখের সই করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
২০২৩ সালের ৯ জানুয়ারি চাকরির মেয়াদ দেড় বছর বাড়িয়ে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের ১১ জুলাই তার প্রথম মেয়াদ শেষ হলে আরও এক বছরের জন্য পুনরায় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.