আফ্রিকার চাদের জেল থেকে ৪৪ কয়েদির মৃতদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ চাদের একটি জেল থেকে ৪৪ কয়েদির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা বোকো হারাম জঙ্গি গোষ্ঠির সন্দেহভাজন সদস্য ছিল বলে জানা গেছে। সম্প্রতি তাদেরকে একটি অভিযানের মাধ্যমে আটক করে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) চাদের প্রধান বিচারপতির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

টেলিভিশনে দেয়া সংবাদ সম্মেলনে চাদের প্রধান বিচারপতি ইউসুফ টম বলেন, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ৪৪ কয়েদির মৃতদেহ কারাগার থেকে উদ্ধার করা হয়। ময়না তদন্তের পর জানা গেছে, মৃতদের মধ্যে চারজন বিষাক্ত কিছু খাওয়ার কারণে হার্ট অ্যাটাক করেছেন। এছাড়া মৃতদের মধ্যে কেউ কেউ শ্বাস কষ্টে মারা গেছেন।

টম আরো বলেন, গত মার্চের শেষে চাদ হ্রদে বোকো হারামের বিরুদ্ধে অভিযানে ৫৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যেই ৪৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, উদ্ধার হওয়া মৃতদেহ গুলোর মধ্যে ৪০ জনকে কবর দেয়া হয়েছে। এছাড়া চারজনের মৃতদেহ এখনো ময়না তদন্তের জন্য সংরক্ষণ করা হয়েছে। কয়েদিদের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে বলে চাদ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.