আফ্রিকান নেতাদের কিয়েভ সফরের মাঝে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সংঘাত বন্ধের মিশন নিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন আফ্রিকার প্রতিনিধি দল। এর মাঝেই ইউক্রেনের রাজধানীতে বিমান হামলার সাইরেন জারি করা হয়েছে। পরবর্তীতে রাজধানীতে হামলার ঘটনা ঘটেছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বলেছেন, রাজধানীর পোদিলস্কি জেলায় বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া আরও রকেট শহরের দিকে আসছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় যাওয়ার আগে দক্ষিণ কোরিয়া, মিশরের মতো অন্তত সাতজন নেতা ইউক্রেনে গেছেন। তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন।
দেশটির বিমান বাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার ছোড়া অন্তত ১২ টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এসবের মধ্যে ছয়টি কিনজাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে।
ইউক্রেনে চালানো রাশিয়ার সবশেষ এ হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫ মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ আরও অনেক বেড়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.