আফগান সীমান্তে জঙ্গিদের গুলিতে ৬ সেনা নিহত : পাকিস্তান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর পশ্চিমাংশের আফগান সীমান্তবর্তী জেলায় জঙ্গিদের গুলিতে ৬ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) পাকিস্তানের সামরিক বাহিনী বিষয়টি জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, ‘উত্তর ওয়াজিরিস্তানের একটি এলাকায় জঙ্গিদের সঙ্গে আমাদের সেনাদের গোলাগুলি হয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, গোলাগুলিতে ৩ জঙ্গীও নিহত হয়েছে।
আফগান সীমান্তবর্তী এই এলাকাটির সীমান্তের দুই পাশেই জঙ্গী তৎপরতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে। সেনাদের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত থাকার কথা স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী।
এক সপ্তাহ আগেও পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। আত্মঘাতী বোমা হামলাকারী দেশটির সামরিক ক্যাম্পে ঢুকে পড়ে। এতে ৩ পাকিস্তানি সেনা নিহত হয়।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের পেশাওয়ারে পুলিশ লাইনসের একটি মসজিদে বোমা হামলা করেছিল জঙ্গিরা। হামলায় প্রায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল। (সূত্র: রয়টার্স)। #
  

Comments are closed, but trackbacks and pingbacks are open.