আফগান শান্তি আলোচনায় তালেবানরা

(আফগান শান্তি আলোচনায় তালেবানরা–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে মস্কোতে কাবুল সরকারের সাথে এক বৈঠকে অংশ নেবেন তালেবানদের সিনিয়র সদস্যরা। গতকাল সোমবার (১৫ মার্চ) আনুষ্ঠানিক ভাবে এ কটাহ জানায় তালেবানরা।
বার্তা সংস্থা এএফপি’র আফগানিস্তানে দুই দশকের সামরিক উপস্থিতির অবসানের সিদ্ধান্তের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মে’র সময় সীমার প্রাক্কালে রাশিয়ার আমন্ত্রণে উভয় পক্ষের আলোচনায় বসার কথা রয়েছে।
কাতারে তালেবান দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম টুইটার বার্তায় বলেন, ‘তালেবান কো-ফাউন্ডার মোল্লা বরাদার আখন্দের নেতৃত্বে আফগানিস্তান ইসলামিক আমিরাতের উচ্চ পর্যায়ের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মস্কোতে অনুষ্ঠিত ওই আলোচনায় অংশ নেবেন।’
মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল সোমবার জানায়, আফগানিস্তানে নিযুক্ত ওয়াশিংটনের বিশেষ দূত জালমে খলিলজাদ মস্কোতে ওই বৈঠকে যোগ দেবেন। আফগান শান্তি প্রক্রিয়াকে উৎসাহিত এবং সহযোগিতা করার ব্যাপারে চলমান মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ আলোচনায় অংশ নিচ্ছেন।
মার্কিন পররাষ্ট্র বিভাগের নারী মুখপাত্র জলিনা পোর্টার সাংবাদিকদের বলেন, আফগান শান্তি প্রক্রিয়া সমর্থনে বৃহস্পতিবারের আলোচনা হবে অন্যান্য সকল আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার অনুপূরক। (সূত্র: এএফপি) #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.