আফগান জনগণের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গনি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগান জনগণের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। বলেছেন, রক্তপাত এড়াতে এবং আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্যই এ পদক্ষেপ নিয়েছেন।
গতকাল বুধবার (০৮ সেপ্টেম্বর) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খবর প্রকাশ করেছে আল-জাজিরা ও এনডিটিভি।
গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করে। ঠিক একইদিন সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান আশরাফ গনি। যার ফলে কোনো ধরনের রক্তপাত এবং প্রতিরোধ ছাড়াই ক্ষমতা দখল করতে সক্ষম হয় তালেবান। অভিযোগ উঠেছে, পালানোর সময় বিপুল পরিমাণ নগদ অর্থ সঙ্গে করে নিয়ে যান সাবেক প্রেসিডেন্ট। তবে তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন।
অর্থ নিয়ে পালানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নিজেকে নির্দোষ প্রমাণের জন্য তদন্ত হোক, সেটার জন্যও প্রস্তুত আছি।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে অবস্থান করছেন আশরাফ গনি। দুঃখ প্রকাশ করে বলেন, তার পূর্বসূরীদের মতো তিনিও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ও সমৃদ্ধি আনতে পারেননি।
গভীর এবং খুবই দুঃখের সঙ্গে স্বীকার করছি যে, আমার নিজের অধ্যায় পূর্বসূরীদের অনুরূপ ট্র্যাজেডিতে শেষ হয়েছে। আমি এটাকে অন্যভাবে শেষ করতে না পারায় আফগান জনগণের কাছে ক্ষমাপ্রার্থী, যোগ করেন তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.