আফগান অধিনায়ককে ফেরালেন শরীফুল

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিন খেলছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের করা প্রথম ইনিংসে ৩৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে আফগানরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫৬ রান করেছে আফগানিস্তান।
আফগানদের দলীয় ১৮ রানে প্রথম আঘাত করেন শরীফুল ইসলাম। দলটির ওপেনার ইব্রাহিম জাদরানকে ব্যক্তিগত ৬ রানে উইকেরক্ষক লিটন দাসের ক্যাচে ফেরান। এরপর আরেক ওপেনার আব্দুল মালিককে ১৭ রানে মাঠ ছাড়া করান এবাদস। এই পেসার পরে রহমত শাহকেও (৯) তাসকিন আহমেদেরে ক্যাচে আউট করেন।
এরপর মধ্যাহ্ন বিরতির পর দ্রুতই আফগান অধিনায়ককে ফেরান শরীফুল। ব্যক্তিগত ৯ রানে মেহেদী হাসান মিরাজের ক্যাচে তাকে মাঠ ছাড়া করা এই পেসার।
এর আগে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ধসে পড়ে বাংলাদেশ। বাংলাদেশ দল আগের দিনের ৭৯ ওভারে ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল। তবে অবিশ্বাস্য ধসে চোখের পলকে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৮৬ ওভারে ৩৮২ রানে।
এদিন মাত্র ২০ রান যোগ করতে বাকি ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আরও সংক্ষেপে বললে ইনিংসের শেষ ৯ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। টিকেছে মাত্র ৭ ওভার।
বাংলাদেশের এই নাটকীয় ধসের পেছনে ছিলেন আফগান পেসার নিজাত মাসুদ। আগেরদিনের ১ উইকেটের সঙ্গে এদিন আরও ৪ উইকেট যোগ করে অভিষেকেই ৫ উইকেট শিকার করলেন।
দিনের শুরুতে ড্রাইভ শট খেলতে গিয়ে ইয়ামিন আহমেদজাইয়ের বলে পয়েন্টে ক্যাচ তোলেন মেহেদী হাসান মিরাজ। তার ৮০ বলে ৪৮ রানের ইনিংসের ইতি ঘটে তাতে। পরের ওভারেই নিজাত মাসুদের অবিশ্বাস্য ডেলিভারিতে আউট মুশফিকুর রহিম। উইকেটের মাঝ থেকে লাফিয়ে ওঠা বলটি মুশফিকের গ্লাভস ছুঁয়ে যায় থার্ড স্লিপের হাতে। আউট হওয়ার আগে ৭৬ বল খেলে ৪৭ রান করেন মুশফিক।
পরের বলেই নতুন ব্যাটার হিসেবে উইকেটে আসা তাইজুল ইসলামের হেলমেটে আঘাত করেন নিজাত। পরের বলটিও ছিল বাঁহাতি তাইজুলের শরীর তাক করা। যা কোনো রকমে ব্যাট ছুঁইয়ে শরীর বাঁচানোর চেষ্টা করেন তাইজুল। কিন্তু শর্ট লেগে থাকা আবদুল মালিক সতর্ক ছিলেন। দারুণ রিফ্লেক্স ক্যাচে তাইজুলকে ড্রেসিংরুমের পথ দেখান।
তাসকিন আহমেদও আসা যাওয়ার মিছিলে যোগ দেন। পরের ওভারেই আহমেদজাইর শিকার হন তিনি। বাংলাদেশ ইনিংসের ইতি টানেন অবশ্য নিজাতই। ৮৬তম ওভারে শরীফুল ইসলামের স্টাম্প উড়িয়ে দেন ফুল লেংথের ডেলিভারিতে। টেস্ট অভিষেকেই ৫ উইকেট পেলেন নিজাত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.