আফগানিস্তান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে

ছবি Online

বিটিসি নিউজ ডেক্স : সফল সুপার সিক্স পর্ব শেষে আসরের শিরোপাও উঠলো আফগানদের হাতে। শুরুর তিন ম্যাচে হার নিয়ে সুপার সিক্স পর্বে খেলাটাই ছিল হুমকির মুখে। কিন্তু মোক্ষম সময়ে ফর্ম দেখালো আফগানরা।  বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপার গৌরব কুড়ালো আফগানিস্তান। রোববার হারারেতে ফাইনালে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে নৈপুণ্যে ৭ উইকেটে জয় পায় আফগানরা। ৫৬ বল হাতে রেখে তারা টার্গেট পার করে । হারারেতে ফাইনালে আগে ব্যাটিংয়ে ২০৪ রানে গুঁটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

সর্বোচ্চ ৪৪ রান করেন সাত নম্বর ব্যাটসম্যান রভম্যান পাওয়েল। পাঁচ নম্বরে ব্যাট হাতে ৩৮ রান করেন শিমরন হেটমায়ার। তারকা ওপেনার ক্রিস গেইল ১০ ও এভিন লুইস করেন ২৭ রান। আর ৯ নম্বর ব্যাটসম্যান নার্সের ২৬ রানে ভর করে ২০০’র কোঠায় পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ।

আফগানিস্তানের বল হাতে ৯.৪ ওবারের স্পেলে ৪৩ রানে চার উইকেট নেন লেগস্পিনার মুজিব উর রহমান। জবাবে ব্যাট হাতে উড়ন্ত শুরুতে ৩০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ পৌছে ১৪৮/১-এ। ওপেনার মোহাম্মদ শাহজাদ ৮৪ ও ওয়ানডাউন ব্যাটসম্যান রহমত শাহ করেন ৫১ রান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.