আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কথা হলো তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ফোনে আলোচনা করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ বুধবার (২৫ আগস্ট) এ তথ্য জানানো হয়। 
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, কাভুসোগলু ও ব্লিঙ্কেন আফগানিস্তানে ‘অব্যাহত সহযোগিতা’ এবং যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে ‘নিরাপদে যুক্তরাষ্ট্রের নাগরিক, মিত্র এবং সহযোগীদের’ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন।
সম্প্রতি জি ৭-এর ভার্চুয়াল বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৩১ আগস্টের মধ্যেই দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান।
তালেবানও চায় না দেশটিতে ৩১ আগস্টের পর কোনো বিদেশি সেনা অবস্থান করুক।
১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। দেশের অধিকাংশ এলাকাই এখন সশস্ত্র গোষ্ঠীটির দখলে। এখন তারা আফগানিস্তানের ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে। (সূত্র: আনাদোলু এজেন্সি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.