আফগানিস্তানে ২ নারী বিচারককে গুলি করে হত্যা

(আফগানিস্তানে ২ নারী বিচারককে গুলি করে হত্যা–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের ২ জন নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এঘটনায় গুরুতর হয়েছেন আরও ২ জন।
আজ রবিবার (১৭ জানুয়ারী) সকালে রাজধানী কাবুলে অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
আহমেদ ফাহিম নামের সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা বলেন, ‘আজ রবিবার (১৭ জানুয়ারী) সকালে কোর্টের গাড়ি দিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন ওই ২ জন বিচারক। সে সময়ই তাদের ওপর হামলা চালানো হয়।’
এক বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ‘দুর্ভাগ্যজনক যে, আজকের হামলায় আমরা ২ জন নারী বিচারককে হারালাম। তাদের বহনকারী গাড়িটির চালক হামলায় আহত হয়েছেন। ওই গাড়িটি তাদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছিল। কিন্তু তার আগেই হামলার শিকার হলেন তারা।’
গত কয়েক মাসে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে কাবুলে একের পর এক শীর্ষ স্থানীয় কর্মকর্তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। (সূত্র: সিনহুয়া)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.