আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণের নিন্দা জানাল ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এ বিস্ফোরণে তালেবান শীর্ষ নেতা মুজিব রহমান আনসারিসহ ১৮ জন নিহত হয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক বিবৃতিতে হেরাত প্রদেশের গুজারগাহ মসজিদে চালানো ওই বোমা হামলার তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে আফগানিস্তানজুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে কানয়ানি বলেন, উগ্রবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরান আফগানিস্তানের পাশে থাকবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকালের বোমা হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে শুক্রবার জুমার নামাজের আগে চালানো ওই বোমা হামলায় একজন তালেবানপন্থি আলেমসহ ১৮ জন নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছে।
আফগানিস্তানের হেরাত প্রদেশে মুজিব রহমান আনসারিকে হত্যার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে এ ধরনের হামলা সাধারণত আইএস বা দায়েশ চালিয়ে থাকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.