আফগানিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে-৫৩

(আফগানিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে-৫৩–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল শনিবার (০৮ মে) বেশ কয়েকটি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন যাদের অধিকাংশই নারী শিক্ষার্থী।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সাইয়েদুল শুহাদা স্কুল থেকে বের হওয়ার সময় বেশির ভাগ শিক্ষার্থী হতাহত হয়েছেন।

টিভি চ্যানেল টোলো নিউজের ভিডিওতে দেখা যায়, স্কুলের বাইরে হুলুস্থুল অবস্থা। রক্তাক্ত সড়কে বই ও স্কুলব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

আহতদের উদ্ধারে স্থানীয় অধিবাসীদের এগিয়ে আসতে দেখা গেছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, বিস্ফোরণে ৫৩ জন নিহত হয়েছেন। তবে কী কারণে এই হামলা হয়েছে, তার কাছ থেকে সেই ব্যাখ্যা পাওয়া যায়নি।

আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গুলাম দস্তগির নাজারি বলেন, এ পর্যন্ত ৪৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.