আফগানিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত-৫০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে আজ শুক্রবার (০৮ অক্টোবর) জুমার নামাজের সময় একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫০ জন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
কুন্দুজ সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, এ পর্যন্ত ৩৫ জনের মরদেহ ওই হাসপাতালে এসেছে। এ ছাড়া ৫০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন তারা।
ডক্টর উইদআউট বর্ডার (এমএসএফ) পরিচালিত আরেকটি হাসপাতালের আরেকজন চিকিৎসক জানান, তাদের হাসপাতালে ১৫ জনের মরদেহ নিয়ে আসা হয়েছে।
তালেবানের তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আজ শুক্রবার কুন্দুজের রাজধানীর খানাবাদ বানদার এলাকার একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। মসজিদটি শিয়া মতাবলম্বীদের। বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.