আফগানিস্তানে আইএস জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে যুক্তরাষ্ট্র

(আফগানিস্তানে আইএস জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে যুক্তরাষ্ট্র)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে আইএস নির্মূলের নামে মার্কিন বাহিনী দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেছে তালেবান। মার্কিন সামরিক বাহিনী হেলিকপ্টারে করে আইএস জঙ্গিদের আফগানিস্তানের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন তারা। 
ইরানের রাজধানী তেহরানে গতকাল সোমবার (০১ ফেব্রুয়ারী) এক সংবাদ সম্মেলনে তালেবানের একটি প্রতিনিধিদল এই তথ্য দিয়েছে।
আফগান শান্তি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিদলটি ইরান সফর করছে।
সংবাদ সম্মেলনে তালেবান নেতারা বলেছেন, আফগানিস্তানের যেসব অঞ্চল তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে, সেসব জায়গা থেকে আইএস সন্ত্রাসীদের পালিয়ে যেতে সাহায্য করছে মার্কিন সামরিক বাহিনী।
তালেবান প্রতিনিধিদলের সদস্য সুহাইল শাহিন সাংবাদিকদের বলেন, নানগারহার এবং কুনার প্রদেশে আইএসের বিরুদ্ধে নির্মূল অভিযান চালায় তালেবান।
এ অভিযানের সময় আইএস সন্ত্রাসীরা অবরুদ্ধ হয়ে পড়লে সেখানে মার্কিন হেলিকপ্টার উড়তে দেখা গেছে।
এর আগে সিরিয়া ও ইরাকেও সামরিক অভিযানের সময় দায়েশ সন্ত্রাসীদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে মার্কিন সামরিক হেলিকপ্টার। (সূত্র: তাসনিম নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.