আফগানিস্তানের ১৬ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের বিপক্ষে
বিটিসি নিউজ ডেস্ক: ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগান । অভিজ্ঞ পেসার দৌলত জাদরানের ইনজুরির কারণে দলে নেই তিনি। আর দলের নেতৃত্ব দেবেন আসগর স্তানিকজাই। আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আফগানিস্তান আগামী ৩ জুন ভারতের দেরাদুনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে । তিনটি ম্যাচই রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। এরপর ১৪ জুন ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিতে অংশ নেবে দেশটি।
বাংলাদেশ টিম এরই মধ্যে আজ সকালে সাকিব- মোস্তাফিজকে ছাড়াই জেট এয়ারলাইন্স যোগে দিল্লির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় । আফগান স্কোয়াড: আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ তারাকাই, উসমান গনি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকুল্লাহ শাফাক, দারউইস রাসুলি, মোহাম্মদ নবী, গুলবাদিন নবী, করিম জান্নাত, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, শাপুর জাদরান এবং আফতাব আলম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.