আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্বে উমর গুল

বিটিসি স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেট দলের নতুন বোলিং কোচ এবং উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন উমর গুল। ৩৭ বছর বয়সী পাকিস্তানের এই সাবেক গতিতারকা নিজেই নিশ্চিত করেছেন এই খবর।
গুল ‘ক্রিকেট পাকিস্তান’কে জানিয়েছেন, আগামী ৪ এপ্রিল থেকে আবুধাবিতে আফগানিস্তান ক্রিকেট দলের ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ৪২৭ উইকেটের মালিক সাবেক ডানহাতি এই পেসারের সঙ্গে আপাতত তিন সপ্তাহের চুক্তি হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের। পরে তার চুক্তির মেয়াদ বাড়ানোরও সম্ভাবনা রয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত গুল বলেন, ‘পিএসএল, কেপিএল, এলপিএল এবং ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর পর আন্তর্জাতিক কোনো দলের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমার অভিজ্ঞতা দিয়ে আফগানিস্তানের বোলারদের সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব।’
দিন কয়েক আগে ইংল্যান্ডের সাবেক ব্যাটার গ্রাহাম থর্পকে দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। গুলের অন্তর্ভূক্তি আফগানদের কোচিং প্যানেলকে আরও শক্তিশালী করবে নিঃসন্দেহে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.