আফগানিস্তানের অর্ধেক জেলা তালেবানের নিয়ন্ত্রণে : মার্কিন জেনারেল

(আফগানিস্তানের অর্ধেক জেলা তালেবানের নিয়ন্ত্রণে : মার্কিন জেনারেল–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তালেবান বিদ্রোহীরা আফগানিস্তানের প্রায় অর্ধেক জেলা কেন্দ্র নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ জেনারেল মার্ক মিলি। দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২০০টিই তালেবানদের দখলে। এর আগে গত মাসে তিনি জানিয়েছিলেন, ৮১টি জেলা দখলে নিয়েছে এই উগ্রবাদী গোষ্ঠীটি।
গতকাল বুধবার (২১ জুলাই) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। জেনারেল মিলি বলেছেন, ‘এখনো কোনো প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে না গেলেও এগুলোর সীমানায় তারা চাপ বাড়াচ্ছে।’
এছাড়া দোহায় আফগান-তালেবান আলোচনায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে পারেনি দুই পক্ষ। এরপরই ১৫টি কূটনৈতিক মিশন ও আফগানিস্তানে ন্যাটোর প্রতিনিধি তালেবানদের প্রতি আক্রমণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।
এদিকে তালেবানের বিরুদ্ধে আফগানিস্তানের ২৯টি প্রদেশে সরকারি ভবন ধ্বংসের অভিযোগ তুলেছে দেশটির সরকার। তবে এ অভিযোগ অস্বীকার করেছে তালেবান। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা আসার পর থেকেই সেখানে নিরাপত্তাহীনতা বাড়ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.