আফগানিস্তান’র কূটনৈতিক এলাকায় দফায় দফায় রকেট হামলা

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলের কূটনৈতিক এলাকা দফায় দফায় রকেট হামলায় কেঁপে উঠলো। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) কাবুলের বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানে শক্তিশালী রকেট হামলায় এখন পর্যন্ত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

হামলার পরপরই দূতাবাসগুলো লকডাউন করে দেয়া হয়েছে বলে জানান আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান।

এ ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে দুজনকে আটকের কথা জানিয়েছেন তিনি। বেশীর ভাগ রকেট বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে বলেও জানান এ মুখপাত্র। কিছু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিকেও পড়েছে।

ইতোমধ্যে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জড়িতদের গ্রেফতারে অভিযানেও নেমেছেন তারা।

আফগানিস্তানে যখন দীর্ঘ ১৯ বছরের যুদ্ধের অবসান টানতে যুক্তরাষ্ট্র এবং তালেবান প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যাচ্ছে, তখনই এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটলো।

এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.