আপাতত পুরিধাম সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ হতে চলেছে

কলকাতা (ভারত) প্রতিনিধি: আগামী ১০ জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরিধাম দর্শনার্থীদের জন্য। গতকাল শুক্রবার পর্যন্তও ভোর চারটের সময় খুলে সকাল ন’টা নাগাদ আরতি দর্শন ও ভোগ প্রসাদের জন্য মানুষের ভীর ছিল যথেষ্টই। যা দেখে প্রশাসন এক গুচ্ছ বিধিনিষেধ চাপিয়েও ফলপ্রসূ না হওয়াতে আপাতত দর্শনার্থীদের জন্য মন্দির ও মন্দির চত্বরে প্রবেশ নিষেধ করা হয়েছে ।
ইতিমধ্যেই মন্দিরের প্রধান সেবক সহ অনেকেই করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। আশেপাশের অনেকেরই আক্রান্তের খবর পাওয়া গেছে।সতর্কতার জন্য আশেপাশের দোকান বাজারপাট বন্ধ করে দেওয়া হয়েছে। পুরীর অতিরিক্ত পুলিশ সুপার মিহির পাণ্ডা জানিয়েছেন, আজ রাত ৯টা থেকে নাইট কার্ফু চালু হয়ে যাবে। আগেই পর্যটকদের হোটেল খালি করে দিতে বলা হয়েছে।
সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, ১০ জানুয়ারি থেকে প্রায় একমাস ওড়িশা সরকারের আওতাধীন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছাত্রদের হোস্টেল খালি করে দিতে বলা হয়েছে।
সরকারি বেসরকারি সমস্ত বিভাগে রাশ টানা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.