বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসীদের নিয়ে এবার বেফাঁস মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি বলেছেন, অভিবাসীরা আমেরিকানদের স্বপ্ন চুরি করেছে।
ভ্যান্সের যুক্তি, অভিবাসীরা মার্কিন কর্মীদের কাছ থেকে সুযোগ কেড়ে নিচ্ছেন। গণহারে বিদেশিরা যুক্তরাষ্ট্রে আসায় মার্কিন কর্মীদের কাজের সুযোগ নষ্ট হচ্ছে।
ভ্যান্স এক্স বার্তায় লিখেছেন, ‘গণ অভিবাসনের আরেক নাম হলো আমেরিকান স্বপ্নের চুরি।’
লুইসিয়ানার এক নির্মাণ কোম্পানির মালিকের একটি ভিডিওর প্রতিক্রিয়ায় এই পোস্ট করেন ভ্যান্স। যিনি দাবি করেছিলেন যে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) রাজ্যে কার্যক্রম শুরু করার পর থেকে তিনি নাটকীয় পরিবর্তন দেখেছেন। তিনি বলেন, ‘কোনো অভিবাসী কাজে যেতে চায় না … এবং এটি খুবই আশ্চর্যজনক। গত ৩ মাসে যত ফোন পেয়েছি তার চেয়ে গত সপ্তাহে আমি আরও বেশি ফোন পেয়েছি।’
ভ্যান্সের এই মন্তব্য অনলাইনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, অনেকেই তার নিজের পরিবারের দিকে ইঙ্গিত করেন।
ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স একজন ভারতীয় বংশোদ্ভূত। ঊষা ভারতীয় অভিবাসী দম্পতির সন্তান।
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘আচ্ছা, আপনার স্ত্রী কি অভিবাসী পরিবারের ভারতীয় নন’?
আরেকজন বলেছেন, ‘এর মানে হল আপনাকে ঊষা, তার ভারতীয় পরিবার এবং আপনার সন্তানদের ভারতে ফেরত পাঠাতে হবে। বিমানের টিকিট কিনলে আমাদের জানান। কারণ আপনাকে অবশ্যই উদাহরণ দিয়ে নেতৃত্ব দিতে হবে।’
অন্য একজন লিখেছেন, ‘তোমার স্ত্রী এবং সন্তানরা আমেরিকান স্বপ্ন চুরি করছে’?
‘আমি এখন তোমার শ্বশুরবাড়ির লোকদের ঘৃণা করা বুঝতে পারছি, কিন্তু এটা কি চরম প্রতিক্রিয়া নয়? অন্য একজন মন্তব্য করেছেন।
ভ্যান্সের অভিযোগ, তার এই মতের বিরোধিতা যারা করছেন, তারা আসলে পুরনো ব্যবস্থা থেকে সুবিধা নেয়ার পক্ষপাতী।
এদিকে, এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন ইস্যুতে কঠোর পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় এমন মন্তব্য করলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। #















