‘আপনারা পয়সা গোনেন, আমরা গুনি লাশ’

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইউক্রেনের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কিয়েভের মিত্রদের উপর কঠিন হলেও ব্রিটিশরা ‘পয়সা গোনে এবং ইউক্রেনীয়রা ‘গোনে লাশ’। ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা এই মন্তব্য করেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কা বলেন, ইউক্রেনের প্রতি সমর্থন জোরালো হলে সংকট আরও কমবে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে ব্রিটেনে যে বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা বইতে হচ্ছে সে ব্যাপারে ব্রিটিশ জনগণকে কি বার্তা দিতে চান জানতে চাইলে ইউক্রেনের ফার্স্ট লেডি বলেন, আমি বুঝতে পারছি পরিস্থিতি খুব কঠিন। কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি যে কোভিড-১৯ মহামারীর সময়, যখন দ্রব্যমূল্য বেড়েছিল সেই প্রভাব ইউক্রেনেও পড়েছিল। এখনো ইউক্রেনে জিনিসপত্রের দাম চড়া। বাড়তি বোঝা হিসেবে ইউক্রেনের মানুষজনকে হত্যা করা হচ্ছে। তাই আপনি যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টের বা আপনার পকেটে পয়সা গোনেন, আমরা একই কাজ করি। পাশাপাশি আমরা হতাহতের সংখ্যাও গণনা করি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.