আপনাদের পাশে থেকে কামলা হিসেবে পৌরবাসির পাশে থাকতে চাই : মেয়র

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার বিকেলে বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার মতবিনিময় সভা করেছেন।
উপজেলার আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভা এক সময়ে জনসমুদ্রে পরিনত হয়।
 
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় এ্যাড. মনিরুল হক তালুকদার বলেন, ১৭ বছর মোড়েলগঞ্জ পৌর সভার মেয়র হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। ঘুষ, দুনীর্তি ও স্বজনপ্রীতির উর্ধে থেকে জনসাধারণের কামলার কাজ করে আসছি। সুখ-দুঃখে সবার পাশে থেকেছি। আগামী দিনে আপনাদের পাশে থেকে কামলা হিসেবে পৌরবাসির পাশে থাকতে চাই। পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর সুধীজন, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মিলিত হয়ে মিলন মেলায় পরিনত হয়। 

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.