আন্দোলন স্থগিত ঘোষণা কোটা সংস্কারের

ছবি: সৈয়দ নাবিল
বিটিসি নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেওয়া প্রজ্ঞাপন আকারে জারি হওয়া পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।
আজ বৃহস্পতিবার রাজু ভাস্কর্যের সামনে বেলা ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ তথ্য জানান আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম  ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।
প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাশেদ খান বলেন আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। রাশেদ খান বলেন কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু ঘোষণা দিলেই হবে না— তা বাস্তবায়নের সময়সীমাও উল্লেখ করতে হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.