BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার ঘোষণা ট্রাম্পের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তন, শান্তি ও গণতন্ত্রের প্রসারে কাজ করাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

জানা গেছে, এই তালিকায় বাইরের ৩৫টি এবং জাতিসংঘের ৩১টি সংস্থার নাম রয়েছে।

স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) হোয়াইট হাউসের শেয়ার করা প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডামে ট্রাম্প বলেন, ‘কোন কোন সংস্থা, সম্মেলন এবং চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি, সেগুলো পর্যালোচনা করার পরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র ওই সংস্থাগুলোতে অংশ নেয়া বন্ধ করে দেবে এবং ক্ষতিগ্রস্ত সংস্থাগুলোতে অর্থায়নও দেবে না।

হোয়াইট হাউসের শেয়ার করা তালিকায় জাতিসংঘের বাইরে ৩৫টি সংস্থা আছে।

সেগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য আন্তঃসরকারি প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি), ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার।

আইপিসিসিকে হোয়াইট হাউস জাতিসংঘের বাইরের সংস্থা হিসেবে তালিকাভুক্ত করলেও আদতে এটি জাতিসংঘেরই একটি সংস্থা।

হোয়াইট হাউস জানায়, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স এবং মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করা ইউএনএফপিএ-র মতো ৩১টি জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান থেকেও নাম প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। এই তালিকায় যুদ্ধকবলিত শিশুদের সুরক্ষা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির কার্যালয়ও রয়েছে, যা ঝুঁকিতে থাকা শিশুদের অধিকার রক্ষায় কাজ করে।

গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প একের পর এক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), প্যারিস জলবায়ু চুক্তি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল উল্লেখযোগ্য।

চলতি মাসের ২২ তারিখ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া কার্যকর হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে বৈশ্বিক মহামারি মোকাবিলায় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ