আন্তর্জাতিক পানিসীমায়ও শক্তি প্রদর্শনে সক্ষম ইরানের নৌবাহিনী

(আন্তর্জাতিক পানিসীমায়ও শক্তি প্রদর্শনে সক্ষম ইরানের নৌবাহিনী–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিজ দেশের পানি সীমানা এবং সমুদ্রের প্রাকৃতিক সম্পদ রক্ষাসহ বিভিন্ন কারণে নৌ শক্তি সামর্থ্য বহুগুণে বৃদ্ধি করেছে ইরান। দেশটির নৌবাহিনীর শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন সমুদ্রের নিরাপত্তা রক্ষার জন্য আন্তর্জাতিক পানি সীমায়ও নিজেদের জানান দিচ্ছে। বলা হচ্ছে, আন্তর্জাতিক পানিসীমায়ও শক্তি প্রদর্শনে সক্ষম ইরান।
ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমায় উপস্থিতির মাধ্যমে নৌবাহিনী নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ইরানের ইতিহাসে এ ধরণের দৃঢ়তা ও সাহসিকতা নজিরবিহীন।
তিনি আরও বলেন, ইসলামী বিপ্লবের কারণেই এমন অর্জন সম্ভব হয়েছে। নৌবাহিনীর এই কমান্ডার বলেন, আজ যে ইরানের নৌবাহিনী অনেক দূরের আন্তর্জাতিক পানিসীমায় অভিযান চালাচ্ছে ও জাতীয় পতাকা উড়াচ্ছে তা সম্ভব হয়েছে বিপ্লবী তরুণদের সাহসিকতা ও উদ্যমের কারণে। ইসলামী বিপ্লবের পর ইরানের নৌবাহিনী সব ক্ষেত্রেই ব্যাপক সাফল্য অর্জন করেছে বলে তিনি মন্তব্য করেন। (সূত্র: পার্স টুডে)। #  

Comments are closed, but trackbacks and pingbacks are open.