আন্তর্জাতিক নারীদিবসে দেশের মহিলাদের বিশেষ উপহার কেন্দ্রের

কলকাতা প্রতিনিধি: আন্তর্জাতিক নারীদিবসে দেশের মহিলাদের বিশেষ উপহার কেন্দ্রের। ৮ মার্চ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকা সৌধগুলি দর্শনে গেলে প্রবেশমূল্য লাগবে না তাঁদের। এইরকম উপহার আগে কখনও ঘোষণা করা হয়নি।
চলতি সপ্তাহেই সকলকে চমকে দিয়ে রবিবার সোশ্যাল মিডিয়ায় ছাড়ার কথা বলেন প্রধানমন্ত্রী। যদিও পরেরদিনই আবার ট্যুইট করে মোদি জানান, ওইদিন তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি মহিলাদের উৎসর্গ করেন।
আজ শনিবার সংষ্কৃতি মন্ত্রী প্রহ্লাদ পটেল বলেন, আন্তর্জাতিক নারী দিবসের ধারণা প্রচলিত হওয়ার আগে থেকেই ভারতে নারীরা ঈশ্বর-রূপে পূজিতা।
আন্তর্জাতিক নারী দিবসে দেশের বিভিন্ন সৌধে মহিলাদের বিনামূল্যে প্রবেশের ঘোষণার প্রশংসা করেন তিনি।
এর ফলে, এই আগামীকাল রবিবার মহিলারা তাজমহল, লালকেল্লা কুতুব মিনার, হুমায়ূনের সমাধি, কোনারকের সূর্য মন্দির,
মল্লপুরম, অজন্তা-ইলোরা, খাজুরাহো সৌধ ইত্যাদি স্থানে বিনামূল্যে ঘুরে আসতে পারবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.