আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডোয়াইন ব্রাভো

 

বিটিসি নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ডোয়াইন ব্রাভো। ক্রিকেট বোর্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বিবাদ অনেক পুরনো। বেতন-ভাতা ও অন্য সুবিধা জন্য প্রায়ই তিনি দল থেকে সরে দাঁড়ান।

এর আগে, বোর্ডের সঙ্গে বিবাদের কোনো সমাধান না করে তিনি একেবারে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সবশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে খেলতে নেমেছিলেন ‘চ্যাম্পিয়ন’ খ্যাত এ ক্রিকেটার। আর ব্রাভো সবশেষ ওয়ানডে ক্রিকেট খেলেছেন ২০১৪ সালে। নিজের ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচেও অধিনায়ক ছিলেন ৩৫ বছর বয়সী এ অলরাউন্ডার।

 

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক এক প্রেস বিজ্ঞপ্তিতে নিজের অবসরের কথা জানিয়েছেন এ ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার। যেখানে ব্রাভো লিখেন, ‘আমি আজ ক্রিকেট বিশ্বকে এটা জানাতে চাচ্ছি যে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলাম। ১৪ বছর আগে ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যাত্রা শুরু করেছিলাম। আমার এখনো মনে আছে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের সবুজ গালিচায় ক্যারিবীয় দলের মেরুন ক্যাপ পেয়েছিলাম। তখন যে উদ্দীপনা কাজ করছিলো সেটা আমি আমার পুরো ক্যারিয়ারজুড়েই ধরে রেখেছি।’

২০০৪ সালে আন্তর্জাতিক অঙ্গনে নাম লেখানো ব্রাভো ২০১৬ পর্যন্ত খেলেছেন ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে এবং ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ। ৪০ টেস্টের ক্যারিয়ারে তিন সেঞ্চুরিতে ২২০০ রান করেছেন ব্রাভো, সাথে রয়েছে ৮৬টি উইকেট। ওয়ানডেতে তার ঝুলিতে রয়েছে ২৯৬৮ রান এবং ১৯৯টি উইকেট। আর ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ১১৪২ রানের পাশাপাশি ৫২টি উইকেট নিয়েছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.