আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

 

ঢাকা প্রতিনিধি: আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ । আজ শনিবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে দিবসটি। এবারের প্রতিপাদ্য বাণিজ্য, ভ্রমণ ও পরিবহনের জন্য আধুনিক সীমান্ত ব্যবস্থা।

দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আজ সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে র‍্যালি, বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

বিশ্ববাণিজ্য সংস্থা ও কাস্টমস অর্গানাইজেশনের সনদে সই করা দেশ হিসেবে কাস্টমস ব্যবস্থার উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশেও। এনবিআর কর্মকর্তারা জানান, ২০২১ সালের মধ্যে বিশ্বমানের হবে বাংলাদেশের কাস্টমস ব্যবস্থা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.