আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা

খাগড়াছড়ি প্রতিনিধি: আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা বের করা হয়। শনিবার (৯ আগস্ট) সকালে আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ পদক্ষিণ করে। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠির শতশত নারী-পুরুষ অংশ নেন।
পরে খাগড়াপুর জেবিসি সেন্টারে হয় সমাবেশ। উদযাপন কমিটির আহ্বায়ক সাথোয়াই অং মারমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাহাড়ি নেতা সুধাকর ত্রিপুরা, আকাশ ত্রিপুরা, জনত্তম চাকমা, সুজন চাকমা, জ্ঞানপ্রিয় চাকমা ও মনোতোষ ত্রিপুরা প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন দীর্ঘ বছর ধরে দাবি জানিয়ে আসলেও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি না পাওয়ায় হতাশ।
তারা বলেন, পাহাড়িদের মূল দাবি এখন পাহাড় ও সমতলের পাহাড়িদের তাদের স্বতন্ত্র জাতিগত পরিচয় ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং দীর্ঘ পুঞ্জিভূত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন কার্যকর করে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদারতা প্রত্যাশা করেন তারা।
অন্যথায় দাবি আদায়ে আন্দোলন বেগবান করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.