আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

পাবনা প্রতিনিধি: গতকাল শুক্রবার রাতে পাবনা শহরের বাইপাস সড়কে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ডাকাতির প্রস্তুতি চলছে, এমন খবরে নূরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে কয়েকজন। পরে ধাওয়া করে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস ও ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পাবনাসহ আশপাশের জেলায় ডাকাতি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.