আন্ডারওয়ার্ল্ড জগত’র ডন দাউদ ইব্রাহিম করাচিতে, স্বীকার পাকিস্তান’র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আন্ডারওয়ার্ল্ড জগতের ডন এবং ভারতের মোস্ট ওয়ান্টেড মাফিয়া দাউদ ইব্রাহিম করাচিতে অবস্থান করছেন বলে স্বীকার করেছে পাকিস্তান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ হওয়া ৮৮টি সন্ত্রাসী গ্রুপের তালিকা করেছে পাকিস্তান। যেখানে দাউদ ইব্রাহিমের ঠিকানা করাচী উল্লেখ করে তার অবস্থান স্বীকার করে নেওয়া হয়।

১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত দাউদ পাকিস্তানে অবস্থান করছে বলে দীর্ঘদিন থেকেই দাবী করে আসছিলো ভারত। তবে বিষয়টি এতদিন অস্বীকার করে আসলেও আজ শনিবার (২২ আগষ্ট) পাকিস্তান সরকারের পক্ষ থেকে দাউদের সেদেশে অবস্থানের বিষয়টি স্বীকার করে নেয়া হয়।

তালিকায় দাউদের ঠিকানা বলা হয়, করাচির ক্লিফটনে সৌদি মসজিদের কাছে হোয়াইট হাউজ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.