আদিবাসীদের সঙ্গে নাচলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিটিসি আন্তর্জাতিক ডেস্কগণ বিয়ের এক অনুষ্ঠানে আদিবাসী নারীদের সঙ্গে নেচেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যের আলিপুরদুয়ার জেলায় এই বিয়ের আয়োজন হয়েছে।
রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের টু্ইটারে মুখ্যমন্ত্রীর নাচের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, সঙ্গীতের তালে আদিবাসী নারীদের সঙ্গে পা মেলাচ্ছেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও ওই ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্থানীয়দের সঙ্গে কথা বলতে এবং নববিবাহিত যুগলদের উপহার বিতরণ করতে দেখা গেছে।
ভিডিওটি ক্যাপশনে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘জমকালো অনুষ্ঠানের অংশ হয়ে, তিনি আন্তরিকভাবে উদযাপন করেছেন এবং আমাদের আদিবাসী ভাই ও বোনদের সাফল্যের মহান উচ্চতা অর্জন করতে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।’
কর্মকর্তারা জানিয়েছেন ওই আয়োজনে প্রায় ৫১০ আদিবাসী যুগলের বিয়ে সম্পন্ন হয়। (সূত্র: এনডিটিভি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.